নিজস্ব প্রতিবেদক:: বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন শিল্পী রাণী মোদক।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রথম কর্মদিবসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক নিজ কর্মস্থলে যোগদান করেন। এর পূর্বে তাকে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ ফুল দিয়ে বরণ করে নেন।
শিল্পী রাণী মোদক এর পূর্বে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।