শনিবার, ০২ Jul ২০২২, ০২:১৯ অপরাহ্ন
কুতুবউদ্দিন তালুকদার, বিশেষ প্রতিনিধি, মধ্যনগর:: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগর বন্যায় বাড়ি ভাঙা গৃহহীন ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে শাড়ী লঙ্গি বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নির্দেশে সোমবার দুপুরে বন্যায় কবলিত সর্বহারা অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে এসব বিতরণ করেন মধ্যনগর উপজেলার যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাংবাদিক কুতুব উদ্দিন তালুকদার, যুবলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল খান রনি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।