শনিবার, ০২ Jul ২০২২, ০১:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি ফজলুল হক দোলনের মাতা নূরজাহান বেগম(৬৭) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিঁনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিঁনি স্বামী, ৫ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ শুক্রবার বাদ আছর জগন্নাতপুর গ্রামের মোকাম মাঠে অনুষ্ঠিত হয়৷ পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাপন করা হয়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার আত্নার মাগফিরাত কামনা করেছেন।