শনিবার, ০২ Jul ২০২২, ০২:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক স্কুল এওয়ার্ড পেল ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়
জেলায় ২০২১ সালে একমাত্র মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর উপজেলায় প্রথম বারের মতো মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক স্কুল এওয়ার্ড অর্জন করেছে ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়।
ব্রিটিশ কাউন্সিলের সদস্যভুক্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপন ও পাঠদান অভিজ্ঞতা বিনিময়ে অসামান্য অবদান রাখেছেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
গত রোববার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। জেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার জন্য সম্মান বয়ে আনায় প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।