মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
আজ ১২ ডিসেম্বর ‘আমাদের সুনামগঞ্জ ডটকম’র পথ চলার ২য় বর্ষ পূর্তি পেরিয়ে ৩য় বর্ষে পদার্পন করতে যাচ্ছে। আমাদের এ অগ্রযাত্রায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ‘আমাদের সুনামগঞ্জ’ পরিবার কৃতজ্ঞ। নিউজ পোর্টালটি ২০১৭ সালের আজকের এই দিনে সুনামগঞ্জের এক ঝাঁক প্রতিশ্রুতিশীল একনিষ্ঠ সংবাদকর্মী নিয়ে সুনামগঞ্জের সমস্যা, সম্ভাবনা, শিক্ষা, শিল্প সাহিত্য, পর্যটনসহ সকল সৃজনশীলমূলক কর্মকান্ড সুনামগঞ্জসহ দেশবাসীর কাছে তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে নানাবিধ প্রতিকুলতা চড়াই উৎরাই পেরিয়ে আমাদের পথচলা অব্যাহত রয়েছে। সুনামগঞ্জবাসীর অনুপ্রেরণা আর অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতায় আমরা আজ ৩য় বর্ষে পদার্পণ করছি। আজকের এ শুভ মুহুর্তে পত্রিকার সকল পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সংবাদকর্মীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ‘সাহিত্য সংস্কৃতির আয়না’ এ শ্লোগানকে বুকে ধারণ করে আমাদের পথচলা যেন অব্যাহত রাখতে পারি এ জন্য সকলের সহযোগিতা একান্ত ভাবে প্রয়োজন। শুরু থেকে আজ পর্যন্ত যে সকল সাংবাদিকগণ নিস্বার্থ ও নিরলসভাবে কাজ করে ‘আমাদের সুনামগঞ্জ’ কে এ পর্যায়ে এনেছেন পত্রিকার সম্পাদনা বিভাগ এর পক্ষ থেকে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। আমাদের দৃঢ় বিশ্বাস; সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগীতায় আমরা পৌছে যাবো আমাদের লক্ষ্য পানে।
-জাকির হোসেন রাজু
সম্পাদক ও প্রকাশক