মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
১. ভালোবাসার শোকে
নিশি গভীরতা নিয়ে বুকে
ঘুমিয়ে আছে জগৎ সুখে।
জেগে জেগে ভেবে তোকে
অশ্রু ঝরে দু’চোখে।
অনল জ্বলে মোর বুকে
তোর ভালোবাসার শোকে।
৩১.০৩. ২০১৭ ইং
২. তোমায় ভালোবাসি বলেই
তোমায় ভালোবাসি বলেই
তোমার দেওয়া সকল দুঃখ
গুলো নিরবে সয়ে নিয়েছি।
তোমায় ভালোবাসি বলেই
তোমার আশায় এখনও
আমি জীবন নিয়ে বেচেঁ আছি।
তোমায় ভালোবাসি বলেই
তোমার পিচু পিচু র্নিলজ্জের
মতো সারাক্ষণ ঘুরে বেড়াই।
তোমায় ভালোবাসি বলেই
তোমার আষায় পথের মধ্যে
একা একা বসে প্রহর গুনি।
তোমায় ভালোবাসি বলেই
তোমার নীল নয়নের দিকে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি।
তোমায় ভালোবাসি বলেই
তোমার দেওয়া দুঃখ গুলোয়
মাঝ রাতে চোখের জল ঝরে।
তোমায় ভালোবাসি বলেই
তোমার মুখে হাসি দেখতে
বার বার মিথ্যার আশ্রয় নেয়।
তোমায় ভালোবাসি বলেই
তোমার সামনে দাঁড়িয়ে বলতে
পারিনা তোমায় ভালোবাসি।
২১.০৪.২০১৭ ইং
৩. তুমি
শয়নে স্বপনে নিশী জাগরনে
যে দিকে তাকাই আমি
সে দিকেই শুধুই তুমি আর তুমি।
এত ভাবারপরও আমি
সহজেই ভুলে গেছ তুমি।
১৭.০২.১৭ ইং
৪. তুমি বুঝবে
তুমি বুঝবে
সেই দিন
যে দিন আমি তোমার থাকব না।
তুমি মুছবে
চোখের জল
যে দিন আমি তোমার থাকব না।
তুমি খুজঁবে
সেই দিন
যে দিন আমায় খুজেঁ পাবে না।
২৪.০১.২০১৭ ইং
৫. তুমি আসবে বলে
তুমি আসবে বলে
হে প্রাণ সঞ্চারিনী
মরুর বুকে তরু জন্ম নিল।
তুমি আসবে বলে
হে হৃদয় হরিনী
আমার হৃদয় ভালোবাসার জন্ম দিল।
তুমি আসবে বলে
হে সুহাসিনী
বুকের মাঝে সুখের সাঁজে হাসি ফুটল।
তুমি আসবে বলে
হে সঙ্গিনী
কপালে ক্ষণিকের সুখ জুটল।
২০.০৩.২০১৭ ইং