বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

শিরিনা আক্তার -এর কবিতা “নিঃসঙ্গ জীবন”

শিরিনা আক্তার -এর কবিতা “নিঃসঙ্গ জীবন”

 

কোন এক নক্ষত্রের রাতে
নিসিন্দা বনের মাঠে,
তুমি আর আমি
ছিলাম এক সাথে।
ছিলাম নদীর ধরে
নিরব-নির্জণ রাতে,
হেমন্তে হিমেল হাওয়া বহে
কাঁপন লাগে শীতে,
মধুর কন্ঠে গান গাই
দু জন মিলে সুরে।
তাল নয় হারিয়ে
বুঝার না বুঝার অভিনয়ে,
সব হাসি, গান, মান অভিমান
জীবন থেকে কখন যে হয়েছিঅবশাণ
পাইনি টের জীবনে চলার ক্ষেত্রে।
আবার যোগ আগের বেদনার অন্ধকারে
নক্ষত্রের রাতে আজ আমি
একলা নিঃসঙ্গ জীবন নিয়ে,
পথ চলি বেলা ও বেলায়।।।।।।।।

শেয়ার করুন




 

 

 

 

© 2017-2022 All Rights Reserved Amadersunamganj.com
Design & Developed BY ThemesBazar.Com
error: Content is protected !!