বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন
ইসমাঈল হোসেন আবির:: হাতে রেখে হাত, স্বপ্ন ছুঁয়েছে সাত এই স্লোগানকে ধারণ করেনা নান্দনিক স্বপ্ন’র সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। বুধবারর নপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইসমাঈল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাটাখালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ আওয়ামীলীগ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি বেনজির আহমেদ মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া, শিক্ষানুরাগী নুরুল আলম সাগর, শিক্ষক এমদাদুল হক মিলন, আক্তারুজ্জামান আলাল, জাহিদুল ইসলাম, আল আমিন ভুঁইয়া, আবু সুফিয়ান জুয়েল, দেলোয়ার হোসেনসহ নান্দনিক স্বপ্নের সদস্যবৃন্দ।
২০১৬ সাল থেকে এখন পর্যন্ত নান্দনিক স্বপ্ন’র হয়ে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে, তাদের ছয় ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।