মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎ ছাড়াই হিমাগার

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎ ছাড়াই হিমাগার

নিজস্ব প্রতিবেদক:: বিশ্বম্ভরপুরে সবজি সংরক্ষণের জন্য বিদ্যুৎ ছাড়াই জিরো এনার্জি কুল চেম্বার (হিমাগার) তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ধনপুর ইউনিয়নের দুধপুর গ্রামের কৃষক ফয়জুল বারী।

সাড়ে ৫ ফুট দৈর্ঘ্য আর সাড়ে ৩ ফুট প্রস্থের এই জিরো এনার্জি কুল চেম্বার (হিমাগার) তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ৮ হাজার টাকা। নির্মাণ করতে উপাদান হিসেবে ব্যবহার করেছেন ইট, বালি, পানির পাইপ, পানির পাত্র, পানির নল, পানির ট্যাপ ও কটন বাড।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সবজি চাষি ফয়জুল বারীর বাড়িতে এই হিমাগার তৈরি করা হয়।

হিমাগার তৈরির বিষয়ে কৃষক ফয়জুল বারী বলেন, ‘সবজি জমি থেকে তোলার পর বাজারে সস্তায় বিক্রি করতে হয়। তখন পরিকল্পনা করি কীভাবে সবজি সংরক্ষণ করা যায়, পরে ইউটিউব দেখে কৃষি কার্যালয়ের সহযোগিতায় এই হিমাগারটি তৈরি করি।’

ফয়জুল বারী আরও বলেন, ‘এখন আমার সবজি জমিতে থেকে তোলার পর সাত থেকে আট দিন সংরক্ষণ করতে পারি। যখন বাজারে দাম পাই তখন বিক্রি করি।’

উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম (বিধু) বলেন, ‘এনার্জি কুল চেম্বারে সব ধরনের সবজিই রাখতে পারবে কৃষক। বাজারে যখন দাম কম থাকবে তখন সংরক্ষণ করে বাজার দর বাড়লে বিক্রি করে লাভবান হতে পারবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, এই এনার্জি কুল চেম্বারে ৩ থেকে ৪ মণ সবজি সাত থেকে আট দিন রাখতে পারবে। ফলে বাজার দর ভালো হলে তা বিক্রি করে কৃষকেরা লাভবান হতে পারবে।

শেয়ার করুন




 

 

 

 

© 2017-2022 All Rights Reserved Amadersunamganj.com
Design & Developed BY ThemesBazar.Com
error: Content is protected !!