শনিবার, ২১ মে ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল করোনা স্যাম্পল সংগ্রহে দেরি হওয়াতে টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ টেকনোলজিস্ট অ্যাসোশিয়শন সুনামগঞ্জ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এবি.এম. ওসমান হায়দার মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া আফরিন শান্তা, মেডিকেল অফিসার ডা: মৌমিতা চৌধুরী, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ হুমায়ূন ফারুক আলমগীর, টেকনোলজিস্ট কামরুজ্জামান কামরুল, টেকনোলজিস্ট নাজমুল হাসান, টেকনোলজিস্ট অনাথ চন্দ্র রায়, রবি রন্জন, তাপস চক্রবর্তী সহ বিভিন্ন স্থান হতে আগত টেকনোলজিস্টগণ ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ। মানববন্ধনে বক্তাগণ বক্তব্য প্রদানকালে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।