দাও হে বিধাতা জ্ঞান প্রতিভা
আমায় কিছু শিখতে
কলম সৈনিক বানাও আমায়
হরেক কিছু লিখতে।
শিরিক বিদয়াত কুসংস্কার
দ্বীনটি যাচ্ছে ভরে
শক্তি সাহস বুদ্ধি দাও গো
লিখবো তাদের তরে ।
মদ গাজা জুয়া যারা
নিচ্ছে সঙ্গী করে এরা ফের
অর্থ বুঝায় মাজার পূজা করে।
লালসালু লম্বাচুলি
জঠাচুলি সাজলো পীর
মুরিদগনকে বুঝায় ওরা
এই তরিকা আজমিরির।
কতেক আবার পীর হইলো
ধর্মের নামে আবির্ভাব
নারী পুরুষ নাই ভেদাভেদ
আছে তাদের বদ স্বভাব।
আরেক দল পীর ঢুকলো
ধর্মে পালন করে মহরম
গান বাদ্যের তালে ওরা
হয়ে গেলো বে শরম।
ধর্মকে রুখতে যারা
আটছে নানান ফন্দি
ওদের গোমর ফাঁস করিতে
হয়েছি প্রতিদ্বন্দি।