মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন

আসছে তরুণ লেখক জাকির হোসেন রাজু’র বই ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’

আসছে তরুণ লেখক জাকির হোসেন রাজু’র বই ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’

নিজস্ব প্রতিবেদক:: বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক জাকির হোসেন রাজু’র অণুকাব্যের বই ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’। অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার প্রতিযোগিতায় কবিতা বিভাগের নির্বাচিত পান্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। ফ্ল্যাপ লিখেছেন দেশের খ্যাতিমান চলচিত্র অভিনেতা, কথা সাহিত্যিক ও কবি এবিএম সোহেল রশিদ। ৬৪পৃষ্টার বইটি চার লাইনের মোট ১৭৬টি অণুকবিতা দিয়ে সাজানো হয়েছে। মূল্য রাখা হয়েছে ১৮০টাকা।

বইটি সম্পর্কে জাকির হোসেন রাজু বলেন, আমরা দিনের পর দিন পাশাপাশি থেকেও অপর পাশের মানুষের ভালোবাসাগুলো অনুভব করেতে পারি না। পারি না হৃদয়ের ফ্রেমে বন্দী করে রাখতে সতেজ, শুভ্র ভালোবাসা। প্রতিটি মানুষের জীবনে প্রেম বা ভালোবাসা আসে। কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে কখনো কখনো আমাদের হৃদয়ের কাছের মানুষকে ছেড়ে দিতে হয়, চলে যেতে দিতে হয়!! প্রকৃত প্রেমিকরা কখনো ভালোবাসা হারিয়ে যেতে দেয় না। স্মৃতির পাতায়, মনের খাতায়, লেখনীতে সেই ভালোবাসাকে ধরে রাখে। এই সীমিত সময়ের জীবনে কেউ কেউ হাজারো সীমাবদ্ধতার মাঝে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। কেউ কেউ রেখে যায় অতৃপ্ত সমাপ্তি। বইটির মূল উপজীব্য হলো প্রস্ফূটিত হওয়ার আগেই অকালে ঝরে যাওয়া ভালোবাসা। আশা করি ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’ পাঠককে বহুমত্রিক আনন্দ দেবে।

শেয়ার করুন




 

 

 

 

© 2017-2022 All Rights Reserved Amadersunamganj.com
Design & Developed BY ThemesBazar.Com
error: Content is protected !!