কি লিখবো ডায়রির পাতায় অবেলা অবহেলা বিহীন
রাতের তারা বিষন্ন তায় ভরা চাঁদ টা কেমন মলিন।
অন্ধকারাচ্ছন্নময় জীবন দিনের বেলা ও নেই সুর্যের কিরণ।
দূর ছাঁই লিখবো না আর
পবিত্র কলম ও স্তম্ভিত তোমার মিষ্টি ছলনায়!
তোমার অনুপস্থিতি মনের শহর ডেকে গেছে ধোলই
বৃষ্টি যেন আত্মার চিৎকারে ঝরে পড়া অশ্রু
জীবন যেন নিরর্থক তোমার অস্পর্শ বিহীন
ধোঁয়া ওঠা কফির মগে চুমুক টা কেমন স্বাদহীন”
জানালার পাশে স্নীগধ বাতাস টাও এক রকম বিরক্তের কারণ
উহ সেলফোন বিষন জ্বালাময়ী তোমার সাথে যে রোজ কথা হতো
ধ্যাত চাই লিখবো না আর তোমার বিষাক্ত চোবলের যন্ত্রণায়
ডায়রির পাতায ও কাঁদবে জানি মেঘাছন্ন দিনের মতো…!