মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

ধর্মপাশায় নতুন ইউএনও’র যোগদান

ধর্মপাশায় নতুন ইউএনও’র যোগদান

মিঠু মিয়া, ধর্মপাশা:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নতুন ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) হিসেবে মো. মুনতাছির হাসান যোগদান করেছেন। আজ বুধবার তিনি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বে তিনি সিলেট কমিশনার অফিসে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ৩৩ তম বিসিএস ক্যাডার। তার আইডি নং ১৭৩৩৫ – ইউএনও মুনতাছির হাসান। নতুন কর্মস্থলে যোগদান করে ইউএনও মো.মুনতাছির হাসান বলেন, সরকারি সেবা জনগণকে দোরগোড়ায় দ্রুত পোঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন উপজেলা প্রশাসন। স্থানীয় বিশিষ্টজনেদের পরামর্শ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্রাস,মাদক ও দুর্নীতি হটিয়ে ধর্মপাশাকে একটি অলোকিত উপজেলা হিসেবে গড়ে তোল হবে। সবার সহযোগিতা পেলে ধর্মপাশা হবে দেশের সেরা উন্নত ও সমৃদ্ধ উপজেলা।

শেয়ার করুন




 

 

 

 

© 2017-2022 All Rights Reserved Amadersunamganj.com
Design & Developed BY ThemesBazar.Com
error: Content is protected !!