মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন
সকালে ঘুম থেকে উঠেই প্রতিটি মানুষ চায় সারাদিন তার ভালো কাটুক। এই প্রত্যাশা থেকে ‘আমাদের সুনামগঞ্জ’ নিয়মিত আয়োজন করতে যাচ্ছে ‘শুভ সকাল সুনামগঞ্জ’। যেখানে প্রতিদিন সকালে একটি ভোরের ছবি প্রকাশিত হবে। এবং সাথে আপনি জেনে নিতে পারবেন আজকের বাংলা-ইংরেজী ও আরবী, তারিখ, মাস এবং সন।
ছবিতে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি আবহমান বাংলার প্রতিচ্ছবি। যেটা দেখলে মনে হবে সুন্দর একটি বাংলাদেশ অপেক্ষা করছে আপনার জন্য।
প্রিয় পাঠক, আপনি যদি সুনামগঞ্জের বাসিন্দা হোন তাহলে আপনিও অংশগ্রহণ করতে পারেন আমাদের এই ‘শুভ সকাল সুনামগঞ্জ’ নামে আয়োজনে। এ জন্য আপনি নিজের তোলা ছবি পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। সেখান থেকে বাছাই করে প্রতিদিন একটি করে ছবি প্রকাশিত হবে আমাদের ফেসবুক পেইজে (https://web.facebook.com/dailyamadersunamganj/?ref=bookmarks)। প্রতি সপ্তাহের শুক্রবারের মধ্যে যার ছবিতে সব চেয়ে বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার হবে তাদের মধ্য থেকে দু্ইজনকে প্রদান করা হবে বিশেষ পুরস্কার।
ছবি পাঠানোর নিয়মাবলী:
১। খুব সহজেই আপনি আপনার মোবাইল কিংবা ক্যামেরায় তোলা যেকোন ছবি ই-মেইলে পাঠিয়ে দিন। ই-মেইল: amadersunamganj@gmail.com
২। ছবির সাথে আপনার নাম ও মোবাইল নম্বর ও ছবির যে স্তান থেকে তোলেছেন সেই স্থানের নাম পাঠানো বাধ্যতামূলক।
৩। যে ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তুলবেন তার বিবরণ (Example: Samsung S10)
৪। ছবির রেজুলেশন যত ভালো থাকবে তার ছবি প্রকাশের জন্য তত সম্ভাবনা থাকবে।
শর্তাবলী:
১। কোন অবস্থাতেই অন্য কারও তোলা ছবি নিজের বলে পাঠানো যাবে না।
২। ছবির মধ্যে কোন ধরণের লেখা গ্রহণযোগ্য নয়।
৩। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য নয়।
৪। সামাজিক অবক্ষয় কিংবা প্রতিযোগীতায় যায় না এমন ছবি পাঠানো যাবে না।
প্রয়োজনে-০১৭১৭৭৯৩২৭৭