মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন

তাহিরপুরে স্কুলে ক্লাস ক্যাপ্টেন হতে না পারায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

তাহিরপুরে স্কুলে ক্লাস ক্যাপ্টেন হতে না পারায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মিমুশা ফারিন প্রমি(১১)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামের মোশাহিদ শাহ’র মেয়ে।
আজ সোমবার রাত ১০টায় নিজ বাড়ির লোকজনের অগোচরে বসতঘরের একটি কক্ষে শিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ঐ শিশু শিক্ষার্থীটি বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।

আজ দুপুরে বিদ্যালয়ে গিয়ে ক্লাস ক্যাপ্টন হওয়ার নির্বাচনে অংশগ্রহন করে হেরে যাওয়ার কারণে লজ্জা ও অভিমান করে নিজ বসত ঘরে সে আত্মহত্যা করেছে বলে তাহিরপুর থানার এস আই মোঃ আমির হোসেন গণমাধ্যমকর্মীদের জানান।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও পুলিশ তা খতিয়ে দেখছে।

শেয়ার করুন




 

 

 

 

© 2017-2022 All Rights Reserved Amadersunamganj.com
Design & Developed BY ThemesBazar.Com
error: Content is protected !!