সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক ‘নতুন সময়’ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জাকির হোসেন রাজু। মঙ্গলবার (১৮ ডিসেম্বর ২০১৮) দৈনিক নতুন সময়’র সম্পাদক নাজমুল হক শ্যামল কর্তৃক স্বাক্ষরিত নিয়োগপত্রে তাকে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জাকির হোসেন রাজু সুনামগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আমাদের সুনামগঞ্জ ডটকম’ এর সম্পাদক ও প্রকাশক। এছাড়াও তিনি বিশ্বম্ভরপুর অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি দায়িত্ব পালন করেেছন। দৈনিক নতুন সময়’র পাশাপাশি দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকায় কাজ করছেন। বিশ্বম্ভরপুর প্রেসক্লাব, বিশ্বম্ভরপুর অনলাইন প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।