বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: ‘কাব্যচন্দ্রিকা কাব্যচন্দ্রিকা শিশুসাহিত্য পদক ২০১৮’ পেলেন সুনামগঞ্জের উদীয়মান কবি, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্ঠা কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ। গত ২৫ শে মে ২০১৮ খ্রিঃ রোজ শুক্রবার বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী এর শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি “এক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ সহ দেশের ২২ গুণীজনকে এবার কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস, সাংবাদিকতা, পরিচালনা ও সংগঠক হিসেবে কাব্যচন্দ্রিকা পুরস্কার প্রদান করা হয়েছে। এ বছর কাব্যচন্দ্রিকা সাহিত্যপদক প্রাপ্ত অন্যান্যরা হচ্ছেন খোদেজা মাহবুব আরা, সোহানুর রহমান শাহিন, মাসুদ রানা সাকিল এবং মূনা চৌধুরী। এছাড়াও কাব্যচন্দ্রিকা স্বর্ণপদক পেয়েছেন রাশেদ রেহমান, ফরিদা ইয়াসমিন সুমি, সমোর কুমার দাশ, এস.এম.সাজেদুর রহমান অশ্রু, মিজান হাওলাদার এবং কে এম সফর আলী।
কাব্যচন্দ্রিকা শিশুসাহিত্য পদক পেয়েছেন সাথী মণ্ডল, ধীরেন্দ্র কুমার দেবনাথ, শফিকুল ইসলাম শফিক, তাপসচন্দ্র হালদার ও তরণী কান্ত সুমন। পাশাপাশি কাব্যচন্দ্রিকা একাডেমি পদক পাচ্ছেন এস এম সিরাজুল মোস্তফা, নূরুন্ নাহার স্বপ্না, খন্দকার সামছুল কবিরাজ, নাজমুন নাহার ছন্দা এবং শহিদুল ইসলাম সাদীদ।